তুরাগে নৌকাডুবিতে নিখোঁজদের সন্ধান মিলেনি

নিজস্ব প্রতিনিধি, টঙ্গী (গাজীপুর)
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৪

টঙ্গীর তুরাগ নদে একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার খান মো. এহসান উল আলম জানান, রাত সোয়া ৮টার দিকে টঙ্গীর মাউসাইদ ঘাট থেকে যাত্রী তুলে পাগার ঘাটে যাওয়ার পথে তুরাগ নদের মাঝখানে পৌঁছালে পিকনিকের একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষ হয়। এতে খেয়া নৌকাটি যাত্রীসহ পানিতে তলিয়ে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও কেউ কেউ এখনো নিখোঁজ রয়েছেন। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী এক পোশাক শ্রমিক জানান, রনি নামে তার এক সহকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে আরও কতজন নিখোঁজ রয়েছেন কিংবা আদৌ কেউ নিখোঁজ রয়েছেন কি না তা এখনো জানা সম্ভব হয়নি। নদীর তীরে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন।

টঙ্গী ফায়ার স্টেশনের তিনজন ডুবুরি নিখোঁজদের সন্ধানে রবিবার বিকাল পর্যন্ত তুরাগ নদে উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/আইআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :