ভারতে ইলিশ পাচারকালে কুমিল্লায় আটক ২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৯

কুমিল্লার বুড়িচংয়ে আটোরিকশা ভর্তি ১৮০ কেজি ইলিশ মাছ ভারতে পাচারকালে দুইজনকে আটক করেছেন র‌্যাব।

বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে অটোরিকশা ভর্তি ইলিশ মাছ, মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক করা হয় বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত ওয়ালী মিয়ার ছেলে সাইফুল ইসলাম ইউসুফ (৩৫) ও একই উপজেলার লরীবাগ গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. কাইয়ুম হোসেন (২০)।

র‌্যাব ১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর সূত্র জানায়, শনিবার মধ্যরাতে র‌্যাবের একটি দল ভারত সীমান্তবর্তী বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের হাফেজিয়া মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা ভারতে পাচার করার জন্য ইলিশ মাছ অটোরিকশা করে নিয়ে যাচ্ছিল।

বুড়িচং থানার এসআই রাজীব কর জানান, তাদের বিরুদ্ধে রবিবার সকালে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :