সাবেক এমপি কাজী সিরাজের অফিস ভাঙচুরের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৮

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী সিরাজুল ইসলামে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলামের নামে আওয়ামী লীগের অস্থায়ী কার্যারয়ে (রেল গেট সংলগ্ন) এ হামলা চালানো হয়। এসময় বেশ কিছু প্লাস্টিকের চেয়ার ও একটি দোকানের কিছু মালামার নষ্ট করা হয়।

জামিল শরীফ নামে কাজী সিরাজের এক কর্মীর মধুখালী থানায় দায়েরকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় কয়েকজন বখাটে যুবক হঠাৎ করে কাজী সিরাজের অফিসে হামলা চালায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে বেশ কিছু প্লাস্টিকের চেয়ার, টেবিল ভাঙচুর করে। এসময় তারা অফিসের পাশে থাকা শাহজাহানের মুদি দোকানে ভাঙচুর করে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, আমরা ভাঙচুরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :