যুদ্ধ নয়, মিয়ানমারকে শক্তি দেখাতে হবে: আসিফ নজরুল

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়, তবে দেশটিকে আমাদের শক্তি দেখাতে হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘মন্ত্রীরা বলেছেন আমরা মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করবো? মিয়ানমারের সঙ্গে যুদ্ধ নয়, কিন্তু তাদের বিমান এলে, গুলি করে দেখাতে হবে যে, আমরাও ক্ষমতা রাখি। রাষ্ট্রের যদি সরকার না থাকে তবে রাষ্ট্রের সেনাবাহিনীর কী দরকার? প্রতিবাদ করবো না? আমরা যদি এতো ভীত হয়ে থাকি তবে তো সবাই পেয়ে বসবে। আজকে মিয়ানমার করছে পরে অন্যরাও করবে। দেশটা সরকারের না জনগণের।’

রবিবার বিকালে গুলশানের হোটেল লেকশোতে বিএনপি আয়োজিত গোলটেবিল বৈঠকে ‘জেনোসাইড ইন মায়ানমার অ্যান্ড দ্য রোল অব বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেছেন।

আসিফ নজরুল বলেন, ‘রোহিঙ্গা গণহত্যার সমাধান করতে হবে, রোহিঙ্গাদের বৈধ নাগরিকত্ব ফেরত দিতে হবে এবং তাদের অধিকার দিতে হবে, বাংলাদেশ সরকারকেও কাজ করতে হবে, বৈশ্বিকভাবে রাষ্ট্রের শক্তি দেখাতে হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘বিভিন্ন সময়ে জনগণের প্রতিনিধি হিসেবে যারা ক্ষমতায় ছিল তাদের সবার সঙ্গে সরকারের কথা বলা উচিত। এই সরকার ত্রাণে বাধা দিচ্ছে, বিশ্ব জানছে যে এই সরকার একা চলতে ভালোবাসে। নিজস্ব শক্তি দেখাতে হলে আগের আমলে যে চুক্তি তা থেকে সরে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না। মিয়ানমার যদি রোহিঙ্গাদের ফেরত না চায় বাংলাদেশের উচিত রাইট টু সেলফ নিয়ে শক্তি দেখানো, কাকুতি মিনতি করলে কেউ ফিরেও তাকাবে না। ভুলে গেলে চলবে না যে এটা একটা মারাত্মক ইস্যু, এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, বৈশ্বিক সমস্যা।’

গোলটেবিল আলোচনায় স্পেন, ফ্রান্স, ইরান, সৌদি আরব, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, মালদ্বীপ, জাপান ও কুয়েতের কূটনীতিক এবং জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বিএনপির নেতাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ অংশ নেন।

এছাড়া উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা জামান, অর্থনীতিবিদ মাহমুদ উল্লাহ, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আকতার হোসেন, অধ্যাপক সদরুল আমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/বিইউ/জেবি)