‘ছাত্রলীগের মাদক-সন্ত্রাসের অভয়ারণ্য ঢাবি ক্যাম্পাস’

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৬ | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১১

রাজধানীর চাঁনখারপুলে বনফুল মিষ্টির দোকানের ভেতরে ধুমপান করতে নিষেধ করায় দোকানের মালিক আল আমিন ও কর্মচারী গিয়াস উদ্দিনকে ফজলুল হক হল ছাত্রলীগের নেতারা নির্যাতন করেছেন এমন অভিযোগ এনে এ ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছে।

ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী যৌথ বিবৃতিতে বলেন, ‘ছাত্রলীগ ক্যাম্পাসে মাদকের অভয়ারণ্য এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। তারা বিরোধী মতের রাজনীতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত করে রেখেছে।’

দুই নেতা বলেন, ‘বিরোধী মতের নেতাকর্মীদের ওপর যেমন নির্যাতন নিপীড়ন করছে তেমন এ নির্যাতন শুরু হয়েছে সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের ওপর। এরই ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সন্ত্রাসীরা দিনেদুপুরে নিরীহ মানুষদের অপহরণ করে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে এবং তা আদায়ের জন্য বর্বরোচিত হিংস্র জানোয়ারের মতো করে জ্বলন্ত সিগারেটের ছ্যাকা দেয়, চাকু দিয়ে খুচিয়ে খুচিয়ে হাত যখম করে, ক্রিকেট স্টাম্প মাথায় ভাঙে।’

নেতারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনো অবস্থাতেই ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি অপহরণের মতো ঘৃণ্য অপরাধের সমর্থন দেয়নি, আর কখনো দেবেও না। তাই আমরা এমন ঘৃণ্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রীয় প্রশাসনের কাছে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :