অবৈধ বালু উত্তোলন বন্ধ, তিনজনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৮

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের ২৫০ ফুট পাইপ। কারাদণ্ড দেয়া হয়েছে অবৈধ বালু উত্তোলনে জড়িত তিনজনকে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান রবিবার দুপুরে জেলার চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট সংলগ্ন পদ্মা নদীর মাঝে এ অভিযান পরিচালনা করেন। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল আদালতকে সহায়তা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. ফায়েজ এবং মো. শফিকুল তালুকদার। তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, অনুমোদন ছাড়া নদী থেকে বালু বা মাটি উত্তোলন সম্পূর্ণ অবৈধ।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসবি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :