মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৪

মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নির্মূলের প্রতিবাদ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। রবিবার গণহত্যার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক কেবিএম মাহবুবুর রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক সাদেকুল আরেফিন মাতিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর, বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান প্রমুখ।

এদিকে একই দাবিতে সিরাজী ভবনের সামনে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ। বিভাগের সভাপতি অধ্যাপক ড. আদিল হাসান চৌধুরী সভাপতিত্বে এসময় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :