শ্রীপুরে দুই মাদক বিক্রেতার ছয় মাসের কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪২

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এম.সি বাজার (মুলাইদ) এলাকা থেকে ইয়াবাসহ আটক দুই মাদকব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ তাদের এ সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইথল গ্রামের মৃত রহমান আলীর ছেলে জয়নাল (৩৫) ও একই জেলার ত্রিশাল থানার তারাহর গ্রামের সমসের আলীর ছেলে আবুল হোসেন (৩৪)। জয়নাল শ্রীপুর উপজেলার দেওয়ানের চালা এলাকায় কালামের বাড়িতে ভাড়া থেকে মাদক বিক্রি করতেন। অপরদিকে আবুল হোসেন শ্রীপুরের এমসি বাজার এলাকায় এপিএম সাইফুল মোড়ে ভাড়া থেকে মাদক বিক্রি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মহাসড়কের এমসি বাজার এলাকায় টহল দেয়ার সময় ঐ দু’ব্যক্তি হাইওয়ে পুলিশের গাড়ি দেখে দৌড় দেয়। পরে পুলিশ তাদের ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। এ সময় আদালত উভয়কে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠায়।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :