ভালুকায় ব্যবসায়ী লাঞ্ছিত, মহাসড়ক অবরোধ

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২০:২১

ময়মনসিংহের ভালুকায় শিল্প পুলিশের হাতে ব্যবসায়ী লাঞ্ছিতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় অবরোধকারীরা।

রবিবার ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকার হবিরবাড়ী-সিডস্টোর বাজারে এ ঘটনা ঘটে ।

অভিযোগ, এক বিকাশ ব্যাবসায়ীকে পিটিয়ে আহত করে শিল্প পুলিশ-৫ এর একজন সদস্য। ঝালপাজা সড়কের বিকাশ ব্যবসায়ী অভিজিত ধরের কাছে বিকাশ এজেন্টে থেকে দশ হাজার টাকা ক্যাশ আউট করতে যান ওই পুলিশ সদস্য।

ব্যবসায়ী তার জাতীয় পরিচয়পত্র চান।পুলিশ সদস্য তা দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে দুইজনের তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরে ওই ব্যবসায়ীকে বেধড়ক পেটানো হয়। টেনে হেঁচড়ে আটক করার চেষ্টা করে পুলিশ।

এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় আধঘণ্টা মহা্সড়ক অবরোধ করে রেখে ওই পুলিশ সদস্যের শাস্তির দাবি করে।

ভালুকা মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শিল্প-পুলিশের সুপার মো. বিল্লাল হোসেন জানান, বিষয়টি শুনেছি। সত্যাসত্যি যাচাই করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এমডি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :