গফরগাঁওয়ে তিন উত্ত্যক্তকারী আটক

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:২৮

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইভটিজিং ও যানজট প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

রবিবার দিনভর পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানের নেতৃত্ব দেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলাম।

অভিযানকালে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ইভটিজিং-এর অপরাধে রাঘাইচটি গ্রামের আজিজুল হাকিম, ষোলহাসিয়া গ্রামের রিয়াদ ও  আলতাফ হোসেন গোলন্দাজ সেতু থেকে ষোলহাসিয়া গ্রামের ইমন নামে তিন যুবককে আটক করে পুলিশ।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ও মাদক, জুয়া, জঙ্গিবাদ, ইভটিজিং ইত্যাদি বিষয়ে পুলিশের এই বিশেষ অভিযান। এছাড়া সড়কে অপরিকল্পিতভাবে যানবাহন রেখে যানজট সৃষ্টি করে জনদুর্ভোগের কারণে পুলিশ বেশকিছু পরিবহন জব্দ করে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)