কাতারকে তাদের মাঠেই হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৭ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৪

দোহায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে কাতারকে তাদের মাঠেই হারিয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা। রোববার অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের ২-০ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ।

দোহারের গ্রান্ড হামাদ স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের দুই গোল পায় বাংলাদেশ। ৭১তম মিনিটে দিপক ও ৮১তম মিনিটে দলকে গোল উপহার দেন ফয়সাল আহমেদ ফাহিম।

এর আগে অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় প্রথম ম্যাচ আমিরাতের সাথে থাকলেও আমিরাত না খেলায় ওই ম্যাচে কোনো পয়েন্ট পায়নি বাংলাদেশ। পরের ম্যাচে ইয়েমেনের কাছে ২-০ গোলে হেরে যায় লাল-সবুজের জার্সিধারীরা।

দুই জয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ইয়েমেন। তাদের অর্জন ৬ পয়েন্ট। আর এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ।

২০১৮ সালে মূলপর্বের লড়াইয়ে অংশ নেওয়ার সুযোগ পাবে দশ গ্রুপের চ্যাম্পিয়ন আর সেরা পাঁচ রানার্সআপ। তবে আয়োজক দেশ মালয়েশিয়া তাদের গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপের মধ্যে থাকলে সেরা ষষ্ঠ রানার্সআপ দলও যাবে মূলপর্বে।

তবে মূল পর্বের দুয়ার থেকে ফিরে আসতে হচ্ছে বাংলাদেশের ছেলেদের। নিজেদের গ্রুপের রানার্সআপ হলেও সেরা পাঁচ রানার্সআপ দলের মধ্যে না থাকায় ‍মূলপর্বের টিকেট পাচ্ছে না বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :