লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যায় স্বামী আটক

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৭

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

যৌতুক না পেয়ে লক্ষ্মীপুরের রায়পুরের চরলক্ষ্মী আকন্দবাড়ি এলাকায় স্ত্রী শ্বাবসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। সোমবার সকালে নিহত গৃহবধূ সাহেদা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত স্বামী আনোয়ার হোসেনকে আটক করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আনোয়ার হোসেনসহ শ^শুরবাড়ির লোকজন সাহেদা বেগমকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এর জের ধরে রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী সাহেদা বেগমকে শ্বাসরোধে হত্যা করে আনোয়ার হোসেন। পরে সাহেদা  আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করে শ্বশুরবাড়ির লোকজন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/জেডএ)