বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৯ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৯

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার ভোরে ভারতের ফুলবাড়ি সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত আব্দুর রাজ্জাক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী বাদামবাড়ি সরকার বস্তি গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ী গরু আনতে ডাবরী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা চালালে ফুলবাড়ি ১৭১ বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রাজ্জাক মারা যায়। অন্যরা পালিয়ে ফিরে আসে। লাশ বর্তমানে ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের আওতায় রয়েছে। বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে লাশ নেওয়ার জন্য বলা হলে ওই সীমান্তে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল খাদেমুল বাশার জানান, বিএসএফের গুলিতে একজন মারা গেছে তথ্যটি সঠিক হলেও সেটা বাংলাদেশের পক্ষ থেকে কোনো দাবিদার পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে। নিহত ব্যক্তি বাংলাদেশি কি না এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :