রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫১

মিয়ানমারে পুলিশি চেকপোস্টে হামলার জেরে দেশটির সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের দ্বারা রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন, বাড়িঘরে আগুন ও লুটপাটের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে সোমবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মাওলানা দেলোয়ার হোসেন ঝিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, লিয়াকত আলী খান বুলু, হাবিবুর রহমান হাফিজ, আশরাফ হোসেন ও মাওলানা আকরামুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, শান্তিতে নোবেল জয়ী সু চির দেশে যেভাবে রোহিঙ্গাদের ওপর হামলা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ করা হচ্ছে, বিশ্বের কোনো শাস্তিকামী মানুষ তা কোনোভাবেই মেনে নিতে পারে না।

বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানান।

ঢাকাটাইমস/২৫/সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :