রোহিঙ্গা ইস্যুর ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রীকে হত্যার অপপ্রচার: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৫

‌রো‌হিঙ্গা ইস্যুতে ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রীকে হত্যার অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছেন বিএন‌পির সিনিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী। তিনি বলেন, ‘রো‌হিঙ্গা নিয়ে যে ব্যর্থতা, তা ঢাকার জন্য একের পর এক ষড়যন্ত্র হচ্ছে। এখানে দেশি-বিদেশি ষড়যন্ত্র জ‌ড়িত।’

সোমবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘এই দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কিভাবে অপপ্রচার করে। ওরা কারা, কিসের ভি‌ত্তিতে তারা এসব বলছেন। তারা এত সাহস পায় কোথা থেকে। বাংলাদেশ য‌দি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিভাবে অপপ্রচার করতে পারে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রোহিঙ্গাদের নিয়ে সরকারের তৎপরতা দৃশ্যমান হলো না। সেখানে প্রসুতি নারী ও গর্ভবতীদের পরিস্থিতি খুব নাজুক। তারা বাচুক মরুক তা সরকারের দেখার বিষয় নয়।

বিএনপির এই নেতা বলেন, ‘ওবায়দুল কাদের বলছেন এটা একটা অপপ্রচার। প্রচণ্ড স্ববিরোধীতায় তারা ভুগছে। সরকার ও সরকারের বন্ধুরা জড়িত কিনা আমরা জানি না। বিদেশের এক সাংবাদিক এত তোড়জোড় করছে, সবকিছুই মনে হচ্ছে একটা যৌথ প্রযোজনায় হচ্ছে। বাংলাদেশের একটি চ্যানেল কিভাবে প্রশ্রয় দিয়ে এই অপপ্রচার প্রচার করে।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েজ অফ অ্যামেরিকায় সাক্ষাৎকারে বলেছেন, জাতির পিতার হত্যার পরে নির্বাচন নিয়ে প্রহসন হয়েছে। আজ নির্বাচন যথাযথ হচ্ছে, সুষ্ঠু হচ্ছে। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, এটা তার অবদান। আজ মানুষ পছন্দমতো ভোট দিতে পারছে। এহেন বক্তব্যে আমরা বাক্যহারা।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলতে চাই তাহলে বাকশাল নামক জিনিসটা কি? তাহলে গণতন্ত্রকে কে হত্যা করেছে? শেখ হাসিনার সংজ্ঞা অনুযায়ী গণতন্ত্র হচ্ছে, একক দল দেশ চালাবে, এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্র। তার সংজ্ঞার সঙ্গে একমত পোষণকারীদের তিনি জনগণ বলে মনে করে। দ্বিমত পোষণকারীদের না।’

রিজভী বলেন, এই সরকার বিদ্যুতের দাম যে হারে বাড়াচ্ছে তাতে শিল্প কারখানা বন্ধ হবার উপক্রম, গণবিরোধী ভোটারবিহীন সরকার বাড়ির হোডিং ট্যাক্স বৃদ্ধি করছে, আমরা এর প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/বিইউ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :