৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে আসছে নকিয়া টু

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪২

বিজ্ঞান ও তথ্যপ্রযু্ক্তি ডেস্ক, ঢাকাটাইমস

শক্তিশালী ব্যাটারিতে আসছে নকিয়ার নতুন ফোন। এটি নকিয়া টু। ইতোমধ্যে ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে নকিয়া টু তৈরির জন্য যুক্তরাষ্ট্রের এফসিসির ছাড়পত্র পেয়েছে। এই ফোনটিতে ফার্স্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে। 

ফোনটি বাজারে আসলে এটিই হবে নকিয়ার শক্তিশালী ব্যাটারির ফোন। কেননা, এর আগে নকিয়া ৫, ৬ এবং ৮ এ ব্যবহৃত হয়েছিল ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। 

নকিয়া টুতে থাকতে পারে ৪.৭ থেকে ৫ ইঞ্চির ডিসপ্লে। এতে ৭২০ পিক্সেলের ডিসপ্লে প্রযুক্তি ব্যবহৃত হবে। ফোনটি কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর ব্যবহার করা হতে পারে।

ফোনটি ঠিক কবে নাগাদ বাজারে আসবে এবং এর দামদাম কেমন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। 

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)