চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০০

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়েছে।

সোমবার আসামির উপস্থিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মালেক শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মাহাতাব উদ্দিনের ছেলে।

অতিরিক্তি পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বেগম জানান, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের তোবজুল ইসলামের ছেলে রুবেল বিদেশ থেকে আসার পর আসামি আব্দুল মালেককে ১৮ হাজার টাকা ধার দেয়। ধারের টাকা চাইতে গেলে ২০০৯ সালের সালের ৪ সেপ্টেম্বর আব্দুল মালেক একই ইউনিয়নের চোহান বিলের আখক্ষেতে রুবেলকে নিয়ে গিয়ে পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে এবং মৃতদেহ মাটির নীচে পুতে রাখে। এরপর মালেক ঘটনার এক মাস দুই দিন পর মৃত রুবেলের মাথার খুলি এবং হাত-পায়ের হাড়গোড় বস্তায় করে আনার সময় ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে এসব আলামত উদ্ধার করে। এ ঘটনায় রুবেলের বাবা বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

শিবগঞ্জ থানার এসআই জামাল উদ্দিন ২০১০ সালে ৩১ জানুয়ারি আদালতে এই মামলার অভিযোগপত্র দেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :