রাজশাহীতে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪

রাজশাহীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন রাজশাহীর আদালত। সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর আলম এই রায় ঘোষণা করেন।

রাজশাহী জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু কনা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামি রফিকুলকে ২৫ হাজার টাকা জরিমানাও করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত রফিকুল রাজশাহীর পুঠিয়া উপজেলার যমনী গ্রামের অহির উদ্দিনের ছেলে।

২০০৭ সালের জুনে রফিকুল যৌতুকের জন্য দা দিয়ে কুপিয়ে স্ত্রী রিনা খাতুনকে (২৫) হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা করেন রিনার ভাই ইয়াসিন মোল্লা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়।

পরিদর্শক কনা জানান, গ্রেপ্তারের পর থেকে কারাগারেই আছেন রফিকুল। সোমবার রায় ঘোষণা উপলক্ষে তাকে আদালতে নেয়া হয়েছিল। আদালতের বিচারক তার উপস্থিতিতেই মামলার রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোজাম্মেল হক।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আরআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :