যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কোপ আরও তিন দেশে

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার নতুন আরেকটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। সেখানে আটটি দেশের নামের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদের নাম।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ঘাটতির কথা উল্লেখ করে এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারি না তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’

নিষেধাজ্ঞার নতুন এ তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ভ্রমণে যে ছয়টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সে তালিকায় সুদান অন্যতম ছিল। নতুন এ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এখন আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এক্ষেত্রে উত্তর কোরিয়া ও শাদের ওপর পূর্ণ ও ভেনিজুয়েলার ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ নিষেধাজ্ঞা তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :