‘বাসেল -৩ বাস্তবায়ন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ইসলামি ব্যাংক কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) রিসার্চ এন্ড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত "বাসেল-৩ বাস্তবায়ন" শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিএবি কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আকরাম উদ্দিন আহমেদ। বাংলাদেশে ইসলামী ব্যাংকের সাফল্য ও উৎকর্ষতায় সন্তোষ প্রকাশ করে তিনি প্রশিক্ষণার্থীদের আদর্শ ও বিশ্বমানের ব্যাংকার হওয়ার আহ্বান জানান।

কর্মশালাটির সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর সহযোগী অধ্যাপক মো. আলমগীর ও এক্সিম ব্যাংকের সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মাহমুদুন্নবী। কর্মশালায় ১০টি ব্যাংকের ২১জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএবি এর সেক্রেটারি জেনারেল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল ব্যাংক এবং শাহজালাল ব্যাংক মো. আব্দুর রহমান সরকার। সভাপতিত্ব করেন আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমআর