লক্ষ্মীপুরে ‘গণপিটুনিতে’ ডাকাত নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫১

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় ‘গণপিটুনিতে’ সালাউদ্দিন নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। সোমবার ভোররাতে উপজেলার মুক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ডাকাত নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট গ্রামের হারেজ মিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর তিনটার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের মুক্তারপুর এলাকার খলিল চেরাঙ্গ বাড়ির আমির হোসেনের ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে ডাকাতরা। ঘরের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাত সালাউদ্দিনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, নিহত সালাউদ্দিনের বিরুদ্ধে চাটখিল থানায় চারটি ও কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। সে চাটখিলের পুলিশের তালিকাভুক্ত ডাকাত। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :