গাজীপুরে গলায় বালুর বস্তা বাঁধা মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৮

নিখোঁজের দুইদিন পর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি বিল থেকে গলায় বালুর বস্তা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অমূল্য দাস। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সকালে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত অমূল্য দাস নরসিংদীর পলাশ থানার বরাব গ্রামের বলয় দাসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ জানান, উপজেলার ফুলদি উত্তরপাড়া এলাকার মৃত তেরি মোহনের মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়ি বসবাস করতেন অমূল্য দাস। গত শনিবার সকালে কাজ করতে বের হয়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে রবিবার অমূল্য দাসের স্বজনরা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়রি দায়ের করেন। সোমবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বিলের পানিতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, নিহতের গলার সঙ্গে দড়ি দিয়ে বালুর বস্তা বাঁধা ছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :