গাজীপুরে ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে সাংবাদিকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টঙ্গী (গাজীপুর)
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৭

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফ উদ্দিনের বিরুদ্ধে গাজীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন দৈনিক খোলা কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি তানজেরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ওএমএস কার্যক্রম বিষয়ে জানতে গাজীপুর সদর ইউএনওর মোবাইল ফোনে তানজেরুল ইসলাম কল করেন। কিন্তু ইউএনও কল রিসিভ করে প্রসঙ্গ পাল্টে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেনে, ‘আপনারা সাংবাদিকরা অনেক পিছিয়ে আছেন। ঘরে বসে সাংবাদিকতা করবেন না।’

এছাড়াও ইউএনও তানজেরুল ইসলামের সঙ্গে অশালীন আচরণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে সদর ইউএনওর অশালীন বক্তব্য প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।

এবিষয়ে জানতে সদর উপজেলা ইউএনও মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘শুনেছি ওই সাংবাদিক আমার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দিয়েছেন। তবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি নির্দ্বিধায় বলতে পারি ওই সাংবাদিকের সঙ্গে কোনো অশালীন আচরণ করা হয়নি। এমনকি পুরো সাংবাদিক সমাজকে আক্রমণ করে আমি কোনো কথা বলিনি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আইআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :