মাছরাঙায় কমেডি নাটক ‘প্রেমনগর’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৫

গ্রামের নাম প্রেমনগর। নামের কারণে হোক বা গ্রামবাসীর আচরণের কারণে হোক পার্শ্ববর্তী গ্রামে প্রেমনগরের অনেক বদনাম। এ গ্রামে কেউ ছেলে বিয়ে করাতে চায় না। ছেলের বউও করতে চায় না এই গ্রামের মেয়েদের। সবার ধারণা, প্রেমনগরের ছেলেমেয়েরা খারাপ। শুধু প্রেম করে বেড়ায়। গ্রামের এই বদনাম দূর করতে কিছু মুরুব্বি শ্রেণীর মানুষ প্রভাবশালী জলিল মেম্বারের কাছে যায়। তারা গ্রামে প্রেম নিষিদ্ধ করার দাবি জানায়। জলিল এতে সম্মতি দেন না। কিন্তু নিজের ছেলে যখন একজন দরিদ্র চা-বিক্রেতার মেয়ের প্রেমে পড়ে যায় তখন ছেলেকে সরাসরি বাধা নিয়ে গ্রামে প্রেম নিষিদ্ধ করেন। তখনি প্রেম নিয়ে ঘটতে থাকে মজার মজার ঘটনা।

আহমেদ শাহাবুদ্দীন রচিত কমেডি এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। প্রযোজনায় আর কে প্রোডাকশন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কে এস ফিরোজ, সাবেরী আলম, মীর সাব্বির, উর্মিলা, আরফান আহমেদ, তানিয়া বৃষ্টি, আ খ ম হাসান, তাসনুভা তিশা, ডা. এজাজ, শবনম পারভীন, তারিক স্বপন, তানাজ রিয়া, সিরাজ, কে সি পাল প্রমুখ।

নাটকটি আজ থেকে রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনের প্রচার হবে। এটি প্রচার হবে প্রতি সোম ও মঙ্গলবার। (ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :