ফোন চার্জে দিয়ে আলাপ, বিস্ফোরণে মৃত্যু

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চার্জে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে তানিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে খুলুমবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।

প্রতিবেশিরা জানান, মোবাইল চার্জে রেখেই কথা বলছিলেন তানিয়া। এ সময় মোবাইলটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক চিকিৎসক আশিকুজ্জামান জানান, বিস্ফোরণের পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গৃহবধূ তানিয়ার সুরোতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)