বুধবার থেকে জবিতে দুর্গাপূজা ও মহররমের ছুটি

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুর্গাপূজা, মহররম (আশুরা) ও লক্ষীপূজার ছুটি শুরু হবে বুধবার থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নয় দিন ছুটি ঘোষণা করলেও শিক্ষার্থীরা ছুটি পাচ্ছে ১১দিন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্গাপূজা ও মহররম (আশুরা) উপলক্ষে ২৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে ১ অক্টোবর (রবিবার) পর্যন্ত এবং লক্ষীপূজা উপলক্ষে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে। এছাড়া ৬ ও ৮ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় এই দুইদিনও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সবমিলিয়ে ১১ দিনের ছুটির কবলে পড়ছে বিশ্ববিদ্যালয়টি।

৮ অক্টোবর থেকে যথারীতি সকল বিভাগীয় ও প্রশাসনিক দপ্তরসমূহ খোলা থাকবে।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/আইএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :