চতুর্থবারের মতো বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭

নিট গার্মেন্ট শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি পদে চতুর্থবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বিকেএমইএ কার্যালয়ে ২০১৭-১৯ সালের কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী।

এছাড়া প্রধম সহ-সভাপতি পদে মনসুর আহমেদ, দ্বিতীয় সহ-সভাপতি পদে ফজলে এহসান শামীম, তৃতীয় সহ-সভাপতি পদে গাওহার সিরাজ জামিল এবং সহ-সভাপতি (অর্থ) পদে হুমায়ুন কবীর খাঁন শিল্পী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই সাথে পরিচালক পদে ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত এ কমিটির নাম ঘোষণার সময় নির্বাচিত সদস্যবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের দুই সদস্য এফবিসিসিআই পরিচালক প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি মাহমুদ হোসেন এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল।

পরে এক প্রতিক্রিয়ায় নির্বাচিত সভাপতি এ কে এম সেলিম ওসমান এমপি জানান, দেশের নিট ওয়্যার রপ্তানি খাতকে বিশ্বের শীর্ষ স্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য কাজ করবে এই কমিটি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :