‘গ্রিন নড়াইল’ গড়তে ছয় লক্ষাধিক চারা রোপণ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:০০

‘ক্লিন নড়াইল, গ্রিন নড়াইল’ গড়ার লক্ষ্যে ছয় লক্ষাধিক বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে ছয় লক্ষাধিক ফলদ, বনজ, ওষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়। নড়াইলের তিনটি উপজেলার বিভিন্ন সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস চত্বর, নদীর তীর, বাঁধসহ উন্মুক্ত স্থানে এ চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় দুই লাখ ৩০ হাজার, লোহাগড়ায় দুই লাখ ১০ হাজার এবং কালিয়া উপজেলায় এক লাখ ৮০ হাজার চারা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক সিদ্দিকুর রহমান, লোহাগড়া ইউএনও মনিরা পারভীন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম, বৃক্ষপ্রেমী ও শিক্ষানুরাগী আমিনুর রহমান হিমু, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নড়াইল প্রেসক্লাব সভাপতি আলমগীর সিদ্দিকী, লক্ষ্মীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী বনি আমিন, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হায়াতুজ্জামান হায়াত, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু, আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্ণা খাতুন, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আজাদ হোসেন, লক্ষ্মীপাশা ইউপি সচিব রেজাউল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :