মালিতে নিহত আলতাফের স্ত্রী-সন্তানেরা পাগলপ্রায়

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৭

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত সেনা সদস্য সার্জেন্ট আলতাফ হোসেনের গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম।

গত রবিবার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানা গেছে, মালিতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সার্জেন্ট আলতাফসহ তিন সেনা সদস্য বিদ্রোহীদের বোমা হামলায় নিহত হন।

বাবার মৃত্যুর খবরে আলতাফের দুই মেয়ে মিম (১৭) ও সুমাইয়া (১০) এবং স্ত্রী নাসিমা এখন পাগল প্রায়।

নিহত সার্জেন্ট আলতাফ ১৯৯২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। গত চার মাস আগে সৈয়দপুর শহীদ মাহবুব সেনানিবাস থেকে মালিতে শান্তিরক্ষী বাহিনীতে তাকে পাঠানো হয়।

আলতাফ দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মন্ডলপাড়ার মৃত আব্দুস সাত্তারের পুত্র।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :