নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২১

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের নারিজপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত নজরুল ইসলাম (৪৭) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

সোমবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নজরুল ইসলামের বাড়ি নাজিরপুর সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামে।

নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন জানান, গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নজরুল ইসলাম বাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন। নাজিরপুর সদরে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে প্রতিপক্ষ লুৎফর রহমান ও হাবিবুর রহমানের নের্তৃত্বে লোকজন লাঠি ও রড দিয়ে নজরুল ও তার ভাই শাহাবুদ্দিনকে পিটিয়ে আহত করে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তির পর নজরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। রাতে নজরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ভোররাত ৪টায় মারা যান।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহামান জানান, জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে নজরুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে নজরুল ও তার ভাইয়ের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)