নেশার টাকার জন্য মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

ফেনীর সোনাগাজীতে মাকে মারধর ও নির্যাতনের ঘটনায় তিতুমীর (২৫) নামের এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে পৌরসভা এলাকার চরগণেশ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোনাগাজী পৌরসভার চর গণেশ গ্রামের ওবায়দুল হকের বখাটে ছেলে তিতুমীর মাদক কেনার জন্য টাকা চেয়ে তার বৃদ্ধা মাতা রেজিয়া বেগমকে (৬০) প্রতিনিয়ত মারধর ও শারীরিকভাবে নির্যাতন করত। বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনরা অনেকবার বারণ করেও তাকে থামাতে পারেনি। সোমবার সকালে তিতুমীর মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে কিছুক্ষণ পর লাঠি দিয়ে তাকে মাকে পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে তিতুমীর পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়। এ ঘটনায় সোমবার দুপুরে রেজিয়া বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির মাকে মারধরের ঘটনায় ছেলেকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)