জয়ললিতার মৃত্যুর তদন্তে বিশেষ কমিটি

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৬

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার মৃত্যু সম্পর্কে অনুসন্ধানের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ অরুমুগাস্বামীর নেতৃত্বে তামিলনাডু সরকার এই তদন্ত কমিটি গঠন করেছে। সোমবার রাজ্য তথ্য দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

এক মাস আগেই মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিস্বামী ঘোষণা করেছিলেন, কোন পরিস্থিতিতে জয়ললিতার মৃত্যু হয় তা তদন্ত করতে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে বিশেষ প্যানেল গঠন করা হবে। আম্মার মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে নানান গুজব রটতে থাকার কারণেই এই সিদ্ধান্ত বলে জানান মুখ্যমন্ত্রী।

বহিষ্কৃত এআইডিএমকে নেতা ভি কে শশীকলার ভাগনে টিটিভি দিনাকরণ সংবাদমাধ্যমে জানান, হাসপাতালে অসুস্থ জয়ললিতার ভিডিও তুলেছিলেন তার ছায়াসঙ্গী শশীকলা। তার অনুমতি নিয়ে সেই ভিডিও ফুটেজ তদন্ত কমিটির হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন দিনাকরণ।

তিন মাস চিকিৎসাধীন থাকার পর গত বছরের ৫ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন ৬৮ বছর বয়সী জয়ললিতা।

সূত্র: এই সময়

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এসআই)