আলমডাঙ্গায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৪
ফাইল ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহিন নামে একজন গুরুতর আহত হয়েছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার বলেশ্বপুর গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বলেশ্বরপুর গ্রামের নজরুল মন্ডলের ছেলে জাহিদ (৩০) ও একই গ্রামের কালু শেখের ছেলে তারিক (৩২)।

স্থানীয়রা জানান, সোমবার বিকাল থেকেই জাহিদ, তারিক ও শাহিন গ্রামের বিল পাহারা দিচ্ছিলো। সন্ধ্যার পর বলেশ্বরপুর গ্রামে মুষলধারে বৃষ্টি ও বজ্রবৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে তারা তিনজনই আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাাতলে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়ালিউর রহমান জাহিদ ও তারেককে মৃত বলে ঘোষণা দেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :