আ.লীগের হাতে আ.লীগ নির্যাতিত হচ্ছে: প্রাণ গোপাল

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগ নির্যাতিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও আওয়ামী লীগ নেতা ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বলেন, ‘চান্দিনায় আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ মামলা দিচ্ছে, আর অন্যরা হাত তালি দিচ্ছে।’

সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রাণ গোপাল বলেন, ‘ভারতের ত্রিপুরার সব মাদক কুমিল্লার চান্দিনা হয়ে সারা বাংলাদেশে যাচ্ছে। স্থানীয় এমপি এবং থানা চাইলে মাদক আমদানি বন্ধ করা কোনো বিষয় না। কিন্তু তা হচ্ছে না।’

আগামী নির্বাচনে সরকার দলীয় প্রার্থী হিসেবে আলোচনায় থাকা খ্যাতিমান এই চিকিৎসক বলেন, ‘চান্দিনা প্রাইমারি স্কুলের দপ্তরি নিয়োগে বাণিজ্যসহ নানা অভিযোগ শুনেছি। তাই আমার ইচ্ছে চান্দিনার সাধারণ মানুষের সেবা করবো।  যদি নেত্রী আমাকে মনোনীত করেন।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রাণ গোপাল দত্ত আরও বলেন, ‘চান্দিনার এমপি সরকারের প্রিয় হতে পারছেন না, এজন্য চান্দিনা পিছিয়ে পড়ছে।’

প্রাণ গোপাল বলেন, ‘১৯৭০ সাল থেকে চিকিৎসাসেবাসহ বিভিন্নভাবে চান্দিনার প্রতিটি পরিবারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে।’ তিনি চান্দিনায় নির্বাচিত হলে শিক্ষাব্যবস্থার উন্নতি করবেন বলেও জানান।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)