দিঘীনালায় বেইলি ব্রিজ ভেঙে যানচলাচল বন্ধ

প্রকাশ | ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৫

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলা বাবুছড়া সড়কে একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়া যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার দুপুরে এঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে করে ব্রিজের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রের জানান গেছে, সোমবার দুপুরে উপজেলার পাবলাখালী এলাকায় ঢাকাগামী অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক (চট্টমেট্টো ট ১১৬৩৯৯) বেইলি ব্রিজ পার হওয়ার সময় একটি পাটাতন দেবে চাকা আটকে যায়। পরে দুই পাড়ের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এবিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ বিভাগীয়  সবুজ চাকমা জানান, ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ার খবর পেয়ে অফিসের লোকজনকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছানো ব্যবস্থা করেছি। ব্রিজের আটকে যাওয়া ট্রাক সরিয়ে নেয়ার পর আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে। আগামীকাল বিকাল নাগাদ যান চলাচলের স্বাভাবিক করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)