ফেসবুকের মালিক হবেন?

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪৭

পৃথিবীর শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিক হতে চান? এসে গেলে সেই সূবর্ণ সুযোগ। ফেসবুকের প্রতিষ্ঠান মার্ক জুকারবার্গ জানিয়েছেন, প্রতিষ্ঠানটি তাদের শেয়ার বিক্রি চিন্তা ভাবনা করছে। সেবামূলক কাজের জন্য ফেসবুক এই উদ্যোগ নিয়েছে।

জুকারবার্গ জানিয়েছেন, এই শেয়ার বেচে তিনি প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার তুলতে পারবেন, যা শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার হবে।

আগামী দেড় বছর ধরে ফেসবুকর কোম্পানির সাড়ে তিন থেকে সাড়ে কোটি শেয়ার বিক্রি করতে পারেন। যার বর্তমান মূল্য প্রায় ভারতীয় মুদ্রায় ৭৭ হাজার ৮৫০ কোটি রুপি। এই অর্থ বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহৃত হবে।

জুকারবার্গ জানান, ফেসবুক বাজারদর এতটাই ভালো যে তিনি নিজের অংশের কিছু শেয়ার বেচে তার বিভিন্ন সেবামূলক প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারেন।

মার্ক জাকারবার্গ এও যোগ করেন, এই অর্থ সকল শিশুদের রোগ নিরাময় ও শিক্ষাদানের ব্যবস্থা করতে পারে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা