পূজা উদযাপন কমিটির ১১ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫৪

শারদীয় দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটির ঘোষণাসহ ১১ দফা দাবি জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি।

মঙ্গলবার ষষ্ঠী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে পূজা কমিটির সম্পাদক শ্যামল কুমার রায়। তিনি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে সকলের সম-অধিকারও মর্যাদা রক্ষায় আমরা ১১ দফা দাবি জানিয়েছি। আমরা চাই প্রত্যেক ধর্মের লোকজনদের সমঅধিকার ও মর্যাদা থাকুক। কারণ ধর্ম যার যার উৎসব সবার।’

শ্যামল কুমার বলেন, ‘এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২২ তারিখ আমরা ঢাকা মহানগরের সকল সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছি। আজকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাব মহাপরিচালক ও পুলিশের আইজিপি আসবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদকে পূজায় আসার আমন্ত্রণ জানিয়েছি। সপ্তমীর দিনে বিকালে ঢাকেশ্বরী মন্দিরে আসার ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন।’

পূজা কমিটির সম্পাদক বলেন, ‘দেশ ভাগের আগে মন্দিরের সম্পত্তি ছিল ২০ বিঘারও বেশি। সেই জমি দখল হতে হতে আজ মাত্র ছয় বিঘায় এসে দাঁড়িয়েছে। দখল হওয়ার কারণে মন্দিরের প্রবেশপথ এখন এতটাই সংকুচিত হয়েছে যে, দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা এলে নিরাপত্তার প্রশ্ন সামনে এসে যায়। আমরা চাই মন্দিরের এই যাবতীয় সমস্যা অতিবিলম্বে সমাধান হোক।’

পূজা কমিটির ১১ দফা দাবিগুলো

(১) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন দিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে।

(২) রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সকল ভবনে জাতীয় উৎসবের আঙ্গিকে পাঁচ দিন আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে।

(৩) সরকারি ছুটির বর্ষপঞ্জি অনুসারে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির ব্যবস্থা করতে হবে।

(৪) সার্বজনীন সমঅধিকার ও সমমর্যাদার বাণী সকলকে জানাতে প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকা ও শুভেচ্ছা বাণী সম্বলিত ব্যানার টাঙাতে হবে।

(৫) ঈদের জামাতের মত আমরাও সিটি কর্পোরেশনের সহায়তা কামনা করি।

(৬) পূজামণ্ডপ ও মণ্ডপগামী সড়কগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে।

(৭) মণ্ডপমুখী সড়কগুলো মেরামত করে চলাচলের উপযোগী করে রাখতে হবে।

(৮) পূজার পাঁচদিন সুপেয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে।

(৯) বিজয়া শোভাযাত্রায় সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে।

(১০) পরিবেশ রক্ষায় বিসর্জন ঘাট থেকে ময়লা আবর্জনা দ্রুত সরিয়ে দিতে হবে।

(১১) প্রতীমা নিরঞ্জনের সময় বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলো ও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড প্রস্তত রাখতে হবে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসও/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে

বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় বিএনপির নিন্দা 

কারওয়ান বাজারের কাঁচাবাজার ব্যবসায়ীদের গাবতলিতে স্থানান্তর করা হবে

বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে: মজনু

বোনের পর চলে গেল শিশু তাওহিদও, মৃতের সংখ্যা বেড়ে ১১

রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

‘আর সহ্য করতে পারছি না’ বলেই সাত তলা থেকে লাফিয়ে তরুণের মৃত্যু

এনএসআই’র নতুন পরিচালক সালেহ মোহাম্মদ তানভীর

বাংলাদেশে রপ্তানির জন্য ১৬৫০ টন পেঁয়াজ কিনবে ভারত সরকার

যারা আমার মায়ের হাতে খাবার খেত, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :