রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪০

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও রাখাইন সন্ত্রাসীদের দ্বারা রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, অগ্নিসংযোগ ও গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা থিয়েটারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় গাইবান্ধা ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতন বন্ধ ও আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে মিয়ানমার সরকার যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয় সেই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের আশ্রয় নিয়ে ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি, ছড়াকার ও সাংবাদিক আবু জাফর সাবু, জেলা বাসদের সমন্বয়ক গোলাম রাব্বানী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহ আলম বাবলু, পদক্ষেপের সদস্য শাহনাজ মুনি ও মেঘদূতের সোহেল রানাসহ প্রমুখ।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর