উল্টো পথে গাড়ি: সচিবের চালককে অব্যাহতি

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সরকার পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানার গাড়িচালক বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে তাকে।

গতকাল সোমবার থেকেই তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানান, গতকালই বাবুল মোল্লাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে। নোটিশের জবাব দেয়ার পরে প্রশাসনিক বাকি কাজ সম্পন্ন হয়।

সমবায় অধিদপ্তরের গাড়িচালক বোবুল মোল্লা এক বছর ধরে সচিবের গাড়ি চালাচ্ছিলেন।

রবিবার হেয়ার রোডে উল্টো পথে চালানোর কারণে ভারপ্রাপ্ত সচিবের ওই গাড়িকে জরিমানা করা হয়। এই ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যেই গতকাল সোমবার আবার উল্টো পথে গাড়ি চালান বাবুল মোল্লা। এদিনও জরিমানার মুখে পড়ে গাড়িটি।

রবিবার হেয়ার রোডে উল্টো পথের গাড়ি আটকানোর অভিযানে ধরা পড়ে জরিমানা দেয় সমাজক্যলাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান সরকারের গাড়িও। এ ছাড়া সচিব, বিচারক, পুলিশের উর্ধ্বতন কর্মকতা, সাংবাদিকেরসহ ৪০টি গাড়িকে জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এমএম/মোআ)