জেরুজালেমে তিন ইসরায়েলি নিরাপত্তা কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৮ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩২

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের আল কুদস শহরের উত্তরে অবস্থিত একটি এলাকায় এক ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলের দুই নিরাপত্তা কর্মকর্তা ও একজন সীমান্ত পুলিশ নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার ইসরায়েলের পুলিশ জানায়, হার আদার নামে একটি বসতির পেছন গেট দিয়ে একজন ফিলিস্তিনি প্রবেশ করে পাহারারত ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানান, ফিলিস্তিনি ঐ হামলাকারীর বয়স ৩৭৷ তিনি অন্য ফিলিস্তিনিদের মধ্যে লুকিয়ে হার আদার বসতির প্রবেশপথে গিয়েছিলেন৷ তবে নিরাপত্তা প্রহরীরা তার চালচলন খেয়াল করে থামতে বললে তিনি পিস্তল বের করে গুলি চালান বলে জানিয়েছেন পুলিশের ঐ মুখপাত্র৷ এতে তিন ইসরায়েলি প্রাণ হারান৷ আর সেখানে থাকা ইসরায়েলের অন্য বাহিনীর কর্মীদের হাতে প্রাণ হারান ফিলিস্তিনি হামলাকারী৷

উল্লেখ্য, হার আদার বসতিতে দিনমজুর হিসেবে কাজ করতে প্রতিদিন এক থেকে দেড়শ ফিলিস্তিনি সেখানে যান৷ হামলাকারীরও সেখানে কাজ করার প্রয়োজনীয় কাগজপত্র ছিল বলে জানা গেছে৷

বার্তা সংস্থা এএফপির হিসেব বলছে, ২০১৫ সালের অক্টোবর থেকে ইসরায়েল ও ফিলিস্তিনে অস্থিরতায় কমপক্ষে ২৯৫ জন ফিলিস্তিনি বা আরব ইসরায়েলি প্রাণ হারান৷ একই সময়ে নিহত হন ৫০ জন ইসরায়েলি, দুজন অ্যামেরিকান, দুজন জর্ডানের নাগরিক, একজন ইরিত্রিয়া, একজন সুদানি ও একজন ব্রিটিশ নাগরিক৷

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, নিহত অধিকাংশ ফিলিস্তিনি ছুরি ও গাড়ি নিয়ে হামলা চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন৷ অন্যরা বিক্ষোভ প্রদর্শন ও সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন৷

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :