‘দেশের মানুষ সচেতন হচ্ছে তাই দুর্নীতি কমছে’

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৯

দেশের জনগণ আইন মানলে, সচেতন হলে দুর্নীতি কমবে। দেশের মানুষ সচেতন হচ্ছে তাই দুর্নীতিও কমে আসছে। বলেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’ এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি ধরতে দুদককে সুনির্দিষ্ট তথ্য দেয়ার অনুরোধ করেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন। এমনকি দুদক চেয়ারম্যানও আইনের ঊর্ধ্বে নন। আইন সবার জন্য সমান। রাস্তার আইন হোক, অফিসের আইন হোক তা মানতে হবে। এই আইনের মধ্যে থাকলে দেশে দুর্নীতি কমবে।’

এর আগে দুদক চেয়ারম্যান শহরের তবলছড়ি ওয়াপদা কলোনিতে রাঙামাটিতে দুদকের জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে সভা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু শাহেদ চৌধুরী, রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার রেদুয়ান, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার প্রমূখ।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :