কৃষক লীগের সহসভাপতি হলেন দোলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪৮ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮

ফরিদপুরের সমাজসেবামূলক সংস্থা ‘কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুর রহমান দোলনকে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি করা হয়েছে।

গতকাল সোমবার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে দোলনকে সংগঠনের সহসভাপতি করার কথা নিশ্চিত করা হয়।

ক্ষমতাসীন দলের অন্যতম এই সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সহসভাপতি চাষী এম এ করিমের স্থলে আরিফুর রহমান দোলনকে মনোনয়ন প্রদান করা হলো।

চিঠিতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ প্রত্যয় নিয়ে কৃষকরত্ন শেখ হাসিনার ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে একজন সক্রিয় সংগঠক হিসেবে আপনার মেধা, মনন, সার্বিক কর্মকাণ্ড ও সহযোগিতা কৃষক লীগকে সমৃদ্ধ করবে।’

চিঠি পাওয়ার পর ঢাকাটাইমসে দেয়া প্রতিক্রিয়ায় আরিফুর রহমান দোলন তাকে কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। সংগঠনকে শক্তিশালী করতে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টেও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান দোলন। ফেসবুক পেজে তিনি লেখেন:

‘মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা।

‘আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের অন্যতম সহ-সভাপতি হিসেবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি আলহ্বাজ মো. মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা স্বাক্ষরিত চিঠিতে গতকাল সোমবার আমাকে এ কথা জানানো হয়েছে। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

আরিফুর রহমান দোলন স্কুলজীবনেই ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনীতিতে নাম লেখান। ১৯৮৮ সালে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা থানা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরবর্তী সময়ে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সহসভাপতি হন। উচ্চশিক্ষার জন্য কলকাতায় অবস্থানকালে পশ্চিমবঙ্গে অধ্যয়নরত ছাত্রলীগের আদর্শের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্রলীগ পশ্চিমবঙ্গের (ভারত) যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সাংবাদিকতায় পেশাজীবন শুরু করা আরিফুর রহমান দোলন দেশের মূলধারার অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস’ও জাতীয় সাপ্তাহিক ‘এই সময়’-এর সম্পাদক। এর আগে সাংবাদিকতার চাকরিকালে তিনি প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, বাংলাভিশন টেলিভিশনসহ বিভিন্ন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/বিইউ/টিএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :