পঞ্চম মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে আতাউস সামাদকে স্মরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২১

কিশোরগঞ্জে একুশে পদকপ্রাপ্ত ও বিবিসি খ্যাত সাংবাদিক আতাউস সামাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও ভোরের আলো সাহিত্য আসর।

জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক এম এ রশীদ ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন। আলোচনা করেন সমাজকর্মী এম এ হালিম তালুকদার, কিশোরগঞ্জ যোদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম খায়রুল, বিজয় টিভির সাংবাদিক আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া, ভোরের আলো সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, নারী বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ খানম, একাত্তর পত্রিকার প্রতিনিধি মাহমুদা আক্তার বিউটি, সাংবাদিক কাউসার আহমেদ টিটু, দৈনিক মাতৃছায়া পত্রিকার কিশোরগঞ্জ ব্যুরো প্রধান তানভীর আহমেদ তনয় প্রমূখ।

আলোচনা সভা পরিচালনা করেন কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল হক সাদী।

এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন, দেশ টিভির প্রতিনিধি শাফায়েত নাজমুল, দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা মাজহার মান্না, সমাজকর্মী আজিজুর রহমান দুলাল, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সহসাধালণ সম্পাদক আবুল কাশেম, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক কবীর, দৈনিক আমার বাংলাদেশের নিউজরুম এডিটর মো. মনির হোসেনসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। তাঁর রেখে যাওয়া সত্যতা ও জীবনাদর্শ লালন করার আহ্বান জানান বক্তারা।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :