ভালুকা থানার শত বছর পূর্তিতে শোভাযাত্রা

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৬

ময়মনসিংহের গফরগাঁও থানা থেকে বিভক্ত হয়ে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৭ সালের ৩০ আগস্ট। যার শতবর্ষ পূর্ণ হয়েছে গত ৩০ আগস্ট।

ভালুকা থানা প্রতিষ্ঠিত হওয়ার শত বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ‘পরিছন্ন ভালুকা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’।

মঙ্গলবার বেলা ১১টায় ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. রেজাউল করিম অপুর সঞ্চালনায় ‘পরিছন্ন ভালুকা’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর মেয়র ডা. এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অভ্যুদয়ের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানা অফিসার ইন-চার্জ মামুন অর রশিদ পি.পি.এম, অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিটারের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটন, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চু, বিরুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রব্বানী, মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জুয়েল, হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সংগঠনের সাংগঠনের চেয়ারম্যান বদরুল টিপু, সাংগঠনিক সম্পাদক মুকছেদুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ সাঈদুর রহমান প্রমুখ।

বক্তারা ভালুকা কেন্দ্রীয় ঈদগাহ্ সংরক্ষণ, মাদকমুক্ত সমাজ, শিল্প কারখানার বর্জ্য, নদী দূষণ ও ভরাট, দখলমুক্ত ফুটপাত, যানজট নিরসন বিষয়ে আলোচনা করেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :