রোহিঙ্গা শরণার্থীদের পাশে কুবি শাখা ছাত্রলীগ

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০

নিজ দেশের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশের কক্সবাজার সীমান্তে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের সাহায্যার্থে স্থাপিত কেন্দ্রীয় ছাত্রলীগের মনিটরিং সেলে ত্রাণ বিতরণ করেন কুবি শাখা ছাত্রলীগের নেতারা।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ানোয় কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি কুবি ছাত্রলীগের প্রতি ধন্যবাদ জানান এবং মানবতার সেবায় সর্বদা পাশে থাকার আহ্বান জানান।

রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতার লক্ষ্যে স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেলে গত ২৩ সেপ্টেম্বর থেকেই স্বেচ্ছাসেবীর কাজ করে যাচ্ছেন কুবি শাখা ছাত্রলীগের নেতারা। এরই অংশ হিসেবে সোমবার রাতে শাখা ছাত্রলীগের নিজস্ব উদ্যোগে প্রায় ৫০০ শরণার্থীকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন বিতরণ করা হয়। এসব কার্যক্রমে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ; ছাত্রলীগ নেতা জাহিদুল আলম জুয়েল, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দীক, আতিকুর রহমান, গোলাম দস্তগির ফরহাদ, হানিফ ওয়াহিদ, শাহাদাত তারেক, ফয়জুল ইসলাম ফিরোজ, শাহাদাত সৌরভসহ অন্যান্য নেতারা।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে কুবি শাখা ছাত্রলীগ। কুবি শাখা ছাত্রলীগ সবসময়ই আর্ত-মানবতার সেবায় পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :