সাবেক ওয়ার্ড কাউন্সিলর রব কারাগারে

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৫

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রবকে নাশকতার ২১ মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার নিম্ন আদালত বিভিন্ন মামলার পলাতক এই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত সোমবার আব্দুর রবকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে ওই সকল মামলায় গ্রেপ্তার দেখানো এবং কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।

মামলাগুলোর মধ্যে রামপুরা থানার একটি, শাহজাহানপুর থানার একটি এবং বাকিগুলো মতিঝিল থানার বলে জানা গেছে।

মামলাগুলোর মধ্যে ২০১১ সালের গত ৫ নভেম্বর পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ২০১২ সালের ১৬ নভেম্বর জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ও খন্দকার আব্দুর রবসহ ৬০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। ওই মামলায় জামায়াত নেতা ডা. শফিকুর রহমান, অধ্যাপক মজিবুর রহমান, তসলিম আলম, ইজ্জত উল্লাহ, আব্দুস জব্বার, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান, নুর ইসলাম বুলবুল, রেজাউল করিম, শফিকুল ইসলাম মাসুদ, ডা. ফখরুদ্দিন মানিক, দেলোয়ার হোসেন সাঈদী, এ টি এম মাসুম, কামাল হোসেনসহ প্রমুখ আসামি।

ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/আরজে/এমআর