পিরোজপুরে মোটরসাইকেল চালক হত্যায় যুবকের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:১০

পিরোজপুরে ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক হত্যা মামলায় সোহেল হাওলাদার (৩৭) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের জেল ও আলামত নষ্টের জন্য আরো তিন বছরের কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা করা হয় আসামিকে।

আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ আদেশ দেন।

আসামি সোহেল হাওলাদার (৩৭) পিরোজপুর পৌর শহরের বড় খলিশাখালী গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।

বাদী পক্ষের আইনজীবী (পিপি) এ্যাডভোকট খান মো. আলাউদ্দিন এ রায়ের খবর নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সোহেল ২০১০ সালের ২৯ আগস্ট শহিদকে নিয়ে তার মোটরসাইকেলে করে পিরোজপুরের বড় খলিশাখালি গ্রামে আসেন। এরপর দুপুর ১টার দিকে শহিদকে নিয়ে ডাব খাওয়ার জন্য পার্শ্ববর্তী ওদোনকাঠি গ্রামে বাগানবাড়িতে নিয়ে যান। এরপর সেখানে শহিদকে দায়ের পেছনের অংশ দিয়ে মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করে সোহেল। পরে মরদেহ ডোবার মধ্যে ফেলে দেয়। ঘটনার পরদিন ভাড়ায়চালিত মোটরসাইকেলের মালিক লিটন শেখ শহিদকে খুঁজে না পেয়ে সোহেলের বাড়ির ঠিকানা সংগ্রহ করে পিরোজপুরে আসেন।

এরপর সোহেলের বাড়িতে গিয়ে সোহেলের মা সহ ওদোনকাঠি গ্রামের প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়ে বাগানবাড়িতে যান। সেখানে একটি ডোবার মধ্যে শহিদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

এ ঘটনায় ২০১০ সালের ৩০ আগস্ট লিটন শেখ বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেন। পুলিশ

সোহেলকে গ্রেপ্তার করার পর সে হত্যার কথা স্বীকার করে। ২০১০ সালের ২২ অক্টোবর পিরোজপুর সদর থানার উপ পরিদর্শক বাদল কৃষ্ণ সোহেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/ ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :