কালকিনিতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৪৩

মাদারীপুরের কালকিনিতে আলোচিত স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি আসলাম চৌকিদারকে (৩৬) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে চলতি বছরের ২১ জুলাই বিকালে ২ সন্তানের জননি নারগিছ আক্তারকে হত্যা করেন স্বামী আসলাম ও তার পরিবারে লোকজন। আর এ ঘটনার পর থেকেই আসলাম ও তার পরিবার লোকজন পলাতক। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠালে সেখান থেকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়।

এর প্রেক্ষিতে ৭জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই রফিকুল ইসলাম মিন্টু। এ মামলায় ২ মাস পলাতক থাকার পর ঢাকা থেকে সোমবার গভীর রাতে দেশে আসার পথে পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে আসলামকে গ্রেপ্তার করেন কালকিনি থানার এসআই জসিম উদ্দিন।

এ ব্যাপারে কালকিনি থানার এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জসিম উদ্দিন বলেন, স্ত্রী হত্যা মামলায় পলাতক আসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :