বন্ড ইস্যু করবে ঢাকা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৯

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে পাঁচশ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকটির ব্যবসা সম্প্রসারণ ও মূলধন শক্তিশালী করতে এই বন্ড ইস্যু করা হবে। তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের উপর। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা তুলবে ব্যাংকটি।

ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদ সর্বশেষ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ আর পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ। ঢাকা ব্যাংক ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/ইউএ/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

পুঁজিবাজার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা