ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতি থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল (ভিপি) হেলাল বুধবার দুপুরে বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ছাত্রদল কর্মী রায়হান হোসেনকে আসামি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার চররমিজ এলাকা থেকে ছাত্রদলকর্মী রায়হানকে আটক করা হয়।

বুধাবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রায়হান হোসেন চররমিজ এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।

পুলিশ ও উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদল কর্মী রায়হান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ও উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলালসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। এতে মঙ্গলবার রাতে চররমজি এলাকায় ছাত্রদল কর্মী রায়হানকে আটক করে পুলিশে দেয় যুবলীগের নেতাকর্মীরা।

রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় রায়হান হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :